জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টি বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে প্রস্তাবনা তৈরি হয়েছে তার মাধ্যমে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কার সম্ভব হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, একটি দলিল দিয়ে সব সংস্কার সম্ভব না হলেও এটি সংস্কারের সূচনা। দক্ষিণ এশিয়ায় অনেক দেশেই ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতাকে সুসংহত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে।
কর্তৃত্ববাদীরা অর্থনৈতিক উন্নয়ন করলেও গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে না পারায় দেশে গণ-অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বিভিন্ন দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে