‘কেডি পাঠক’ খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেতা রনিত রায়। সম্প্রতি জানালেন, ব্যক্তিগত যত্ন ও মানসিক সুস্থতার জন্য কিছুদিন ডিজিটাল দুনিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা তার জন্য জরুরি হয়ে উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এই অভিনেতা।
রণিত লিখেছেন, ‘আমি জানি আপনারা সকলেই আমাকে খুব ভালোবাসেন। আমি আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি তা এককথায় অবর্ণনীয়। আপনাদের থেকে পাওয়া ভালবাসা ও সম্মান আমি আজীবন নিজের মনে রেখে দেব।’
রনিত আরও লেখেন, ‘আমার মনে হয় আমি জীবনের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের কথা ভাবাটা খুবই দরকার। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই আমি এই পথ অনুসরণ করতে শুরু করলাম।
তবে তা সাময়িক। কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না কবে আবার ফিরব সোশাল মিডিয়ায়। আপনাদের থেকে এত ভালোবাসা পাওয়ার পর তা থেকে দূরে থাকা সত্যিই খুব কঠিন। তবে জীবনের সঠিক রাস্তায় হাঁটতে আমাকে এই পথ অনুসরণ করতেই হবে।’
উল্লেখ্য, রনিত রায়কে বহু দর্শক এখনো চেনে জনপ্রিয় চরিত্র ‘কেডি পাঠক’ নামে। ভারতীয় টেলিভিশনের বহুল জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ আদালত-এ তার এই আইনজীবীর চরিত্র দ্রুত জনপ্রিয়তা পায়। শান্ত স্বভাব, যুক্তিনির্ভর প্রশ্ন এবং আদালতে দৃঢ় উপস্থিতির মাধ্যমে কেডি পাঠক চরিত্রটি তাকে নতুন পরিচিতি দেয়। এই সিরিজ শুধু ভারত নয়, বাংলাদেশেও সমান জনপ্রিয়তা রয়েছে। ফলে তার সোশ্যাল মিডিয়া বিরতির ঘোষণার পর অনেকে হতাশা প্রকাশ করলেও, ভক্তরা বুঝতে পেরেছেন যে নিজের মানসিক সুস্থতার জন্য এই সময়টা তার প্রয়োজনীয়।
ইউটি/টিএ