‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে এখন তোলপাড় টলিপাড়া। জিতু কমল ও দিতিপ্রিয়ার মধ্যে তৈরি হওয়া দূরত্ব যেন কোনওভাবেই মিটছে না। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জিতু। ফিরে শুটিং শুরু করতেই ফের শুরু হয় গন্ডগোল। প্রযোজক সংস্থার একাধিক মিটিং হয়, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। যদিও জিতু পরে জানান—দর্শকদের কথা ভেবেই তিনি সিরিয়ালে ফিরেছেন, যা শুনে খুশি হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু তার মধ্যেই নতুন খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া—দিতিপ্রিয়া নাকি আবারও জিতুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন শিল্পী ফোরামে।
এক ধারাবাহিকের সেটে অভিনেতা–অভিনেত্রীর এমন অশান্তি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। শুটিং ফ্লোরে টুকটাক মতভেদ নতুন নয়, কিন্তু যখন তা বড় আকার নেয় তখন তা হয়ে ওঠে চর্চার বিষয়।
এমন পরিস্থিতিতেই ভাইরাল হয় অভিনেত্রী মানালি দে-র এক সাক্ষাৎকার। স্টোরি উইথ সাহানা নামের এক সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, মানালি বলেন—
“হিরোদের সঙ্গে ঝগড়া হবে না, তা হয় নাকি! আমার তো একাধিক হিরোর সঙ্গে ঝগড়া হয়েছে।”
সঙ্গে সঙ্গেই তাঁকে জিজ্ঞাসা করা হয়—এই ঝগড়া কি কখনও খারাপ জায়গায় পৌঁছেছিল? মানালি হেসে জানান, এগুলো আসলে খুনসুটি।
“ইন্দ্রাশিষ হোক বা নাইজেল—শুট করতে গিয়ে আমাদের প্রচুর ঝগড়া হয়েছে। কিন্তু সবই ছোটখাটো—তারপরেই আবার ভাব হয়ে যায়।”
তবে তিনি স্বীকার করেন, এমন একজন হিরো আছেন যার সঙ্গে সমস্যা ছিল বেশ গুরুতর। নাম প্রকাশ না করেই বলেন—
“ওর সঙ্গে আবার কাজ করতে চাই না। যদি ভবিষ্যতে করতে হয়, সেটা আলাদা, কিন্তু ইচ্ছা নেই।”
প্রসঙ্গত, ‘কার কাছে কই মনের কথা’ শেষ হওয়ার পর ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল মানালিকে। ছোট পর্দা, ওয়েব সিরিজ—এমনকি বড়পর্দাতেও সমানভাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আপাতত নতুন কাজের সন্ধানে রয়েছেন।
এস,কে/টিএ