বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান বরাবরই তাদের সন্তানদের লাইমলাইটের আড়ালে রাখতে পছন্দ করেন। বিশেষ করে অতীতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে তৈমুর ও জেহকে নিয়ে বাড়তি সতর্ক থাকেন তারা।
তবে এবার আর বাবা-মা নয়, বাবাকেই উল্টো পাপারাজ্জিদের হাত থেকে রক্ষা করতে দেখা গেল ছোট্ট জেহকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি শোরুম থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হন সাইফ আলি খান ও তার দুই ছেলে। ভিডিওতে দেখা যায়, শোরুম থেকে বের হওয়া মাত্রই পাপারাজ্জিদের ভিড় দেখে বাবার সামনে ছুটে যায় জেহ।
ছোট্ট দুই হাত ছড়িয়ে দিয়ে ক্যামেরার লেন্স থেকে বাবাকে আড়াল করার চেষ্টা করে সে। এমনকি গাড়িতে ওঠার পরেও বাবাকে হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায় তাকে, যেন কেউ তাদের ছবি তুলতে না পারে। খুদে তারকার এমন ‘প্রটেকটিভ’ আচরণে অবাক হয়েছেন উপস্থিত সকলেই।
সাইফ-কারিনার বাড়ির সামনে প্রায় ২৪ ঘণ্টাই পাপারাজ্জিদের ভিড় জমে থাকে। অতীতে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর থেকে তার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন কারিনা। নেটিজেনদের ধারণা, বাবা-মায়ের সেই উদ্বেগের ছায়াই হয়তো পড়েছে সন্তানদের ওপর। তাই তো ক্যামেরা দেখলেই এখন সতর্ক হয়ে ওঠে তারাও।
ইএ/টিএ