ইতালির ঐতিহ্যবাহী দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের লড়াই ছিল রোববার (২৩ নভেম্বর)। যেটাকে বলা হয় মিলান ডার্বি। সেই ডার্বি জিতে টেবিলের দুইয়ে উঠে গেল এসি মিলান।
রোববার সান সিরোতে ইন্টারকে ১-০ গোলে হারায় এসি মিলান। মিলানের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ।
ম্যাচে বল দখল ও আক্রমণে এসি মিলান থেকে বেশ এগিয়ে ছিল ইন্টার। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল ছিল ইন্টারের খেলোয়াড়দের পায়ে। তার পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ২০টি শট নিয়েছে ইন্টারের ফুটবলাররা। তবে গোল করতে পারেনি তারা। মিলানের গোলকিপারের অসাধারণ সব সেভে বারবার বেঁচে যায় সফরকারীরা।
প্রথম হাফে কোনো গোল হয়নি। ৫৩তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে মিলান। সালেমেকারের দূরপাল্লার শট প্রথমে ঠেকিয়ে দেন ইন্টারের গোলকিপার সোমার। তবে বল ফিরে যায় পুলিসিচের পায়ে, তা পেয়ে বল জালে জড়ান মার্কিন যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার।
সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইন্টার। ৭৪তম মিনিটে পেনাল্টি পায় তারা। তবে হাকান চালহানোগলুর পেনাল্টি সেভ করে দেন মিলানের গোলকিপার মাইগনান। শেষ পর্যন্ত আর গোল না হলে এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে ইন্টার। আর ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রোমা।
এমআর/টিএ