লা লিগায় রোববার (২৩ নভেম্বর) রাতে এলচের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথমে লিড নেয়ার পর এক সময় হারতে বসেছিল আলোনসোর দল। তবে শেষ পর্যন্ত কোনোমত ড্র করে মাঠ ছাড়ে রিয়াল।
ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে দারুণ লড়াই করেছে এলচে। প্রথম হাফে কোনো গোল না হলেও ম্যাচের প্রথম গোলটি করে তারাই। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে গোল করে দপ;কে এগিয়ে দেন অ্যালেক্স ফেবাস। কোর্তোয়া এগিয়ে গেলেও রুখতে পারেননি।
৭৮তম মিনিটে অবশ্য সমতায় ফেরে রিয়াল। কর্নার থেকে বল বেলিংহ্যামের কাঁধে লেগে হাউসনের কাছে গেলে দান পায়ের শটে বল জালে জড়ান তিনি। তবে ৮৪তম মিনিটে আবারও লিড পায় এলচে।
প্রতি-আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে এলচেকে আবার এগিয়ে নেন আলভারো রদ্রিগেজ। তবে ম্যাচে দ্বিতীয়বার সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ৮৭তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন বেলিংহ্যাম। ম্যাচে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন এলচের ভিক্টর চুস্ট। তবে তাতে রিয়ালের কোনো লাভ হয়নি।
১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। রাতের আরেক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ গোলে জয় পেয়েছে গেতাফের বিপক্ষে। তারা রয়েছে টেবিলের চার নম্বরে।
এসএস/টিকে