রুপালি দুনিয়ার আয়নার আড়ালে যে অন্ধকার এখনো ঘুরপাক খায়, তার সবচেয়ে বড় প্রমাণ সোশাল মিডিয়ার হেনস্তা। তারকারা যতই আলোয় মোড়া থাকুন, প্রতিদিনই তাদের দিকে ছোড়া হয় কুরুচিকর মন্তব্য, অশ্লীল বার্তা আর অনাকাঙ্ক্ষিত ইঙ্গিতের বৃষ্টি। বহু শিল্পী চেষ্টা করেছেন এই হেনস্তার বিরুদ্ধে দাঁড়াতে, কিন্তু বাস্তব খুব একটা বদলায়নি। এই অনবরত আঘাতেই এবার কড়া সুরে সরব হলেন ‘মহারানি’খ্যাত হুমা কুরেশি।
তিনি স্পষ্ট ভাষায় প্যকাশ করলেন তার ক্ষোভ আর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, সোশাল মিডিয়ায় কারও পোশাক, জীবনযাপন বা পছন্দকে কেন্দ্র করে যেভাবে অবমাননাকর মন্তব্য করা হয়, তা গভীরভাবে কষ্ট দেয়। কেউ বিকিনি পরা ছবি পোস্ট করলে নিন্দা, আবার পোস্ট না করলেও নিন্দা এই দ্বিচারিতা তাঁকে ভাবিয়ে তুলেছে। হুমার মতে, রাস্তায় নারীর দিকে কটূক্তি করলে যে শাস্তি হয়, ঠিক সেই একই শাস্তি হওয়া উচিত অনলাইন হেনস্তাকারীদের জন্য। তিনি প্রশ্ন তুলেছেন, বাস্তব আর ডিজিটাল জগতের জন্য আলাদা শাস্তি কেন থাকবে, যখন অপরাধের প্রকৃতি একই?
তার বক্তব্য সামনে আসতেই সোশাল মিডিয়ায় জোয়ার আসে সমর্থনের। নারী থেকে পুরুষ দুই মহলেই তার আওয়াজ প্রতিধ্বনি তোলে। নেটিজেনরা মনে করেন, অনলাইন হেনস্তাকে এখনো তুচ্ছ অপরাধ হিসেবে দেখা হয় বলেই অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। হুমার দৃঢ় অবস্থান তাই তাদের কাছে সাহসের প্রতীক।
পেশাগত জীবনেও এই মুহূর্তে বেশ উত্থানে আছেন হুমা। ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’-এ প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়ে নিজের জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি তার ব্যক্তিজীবনও এখন আলোচনায়। শোনা যাচ্ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে নাকি তার সম্পর্ক নতুন মোড় নিয়েছে। বলিউডের তাবড় তারকাদের প্রশিক্ষণ দেওয়া রচিতের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে হুমাকে। একটি কনসার্টের ভাইরাল ভিডিওতে রচিতকে তাকে স্নেহভরে আলিঙ্গন করতে দেখা যায়। এবার বি-টাউনে জল্পনা শুধু বন্ধুত্ব নয়, সম্পর্ক নাকি আরও গভীরে প্রবেশ করেছে।
তবে ব্যক্তিগত গুঞ্জনের চেয়ে বড় আলোচনায় এসেছে হুমার কঠোর অবস্থান। নারীর নিরাপত্তার প্রশ্নে তিনি যেমন স্পষ্ট, তেমনই নির্ভীক। তার বক্তব্য যেন নতুন করে ভাবতে বাধ্য করেছে ডিজিটাল দুনিয়া কি সত্যিই সবার জন্য সমান নিরাপদ? আর অপরাধ যদি একই হয়, তবে শাস্তিও কি একই হওয়া উচিত নয়?
এই সাহসী উচ্চারণ বলিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পাশাপাশি নারীর প্রতি হেনস্তার বিরুদ্ধে যেসব আওয়াজ দীর্ঘদিন চাপা পড়ে ছিল, সেই আওয়াজকে আবারও উঁচু করে তুলেছেন হুমা কুরেশি।
আরপি/টিকে