প্রতারণার কারণে দাড়িপাল্লা বাতিল হয়ে গেছে মন্তব্য করেছেন আম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেন, দাড়িপাল্লার বিরুদ্ধে বলায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা আমার ওপর এত ক্ষেপে গেছে যে, আমি ওদের বিজয়টা কেড়ে নিয়েছি এরকম আচরণ করছে। আমি বলেছি যে, দাড়িপাল্লা এখন আর কেন ব্যবহৃত হয় না। দাড়িপাল্লা ব্যবহৃত হয় না এটাতে জালিয়াতি করা যায়, চুরি করা যায়, প্রতারণা করা যায়।
সম্প্রতি নিজের ফেসবুকে পেজের এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন। তারেক রহমান বলেন, আপনি একটা মাংসের দোকানে গেলে এই দাড়িপাল্লায় যদি তারা মাংস মাপতে চায়, সেখান থেকে আপনি মাংস কিনবেন না। সবজির দোকানে গিয়ে এই দাড়িপাল্লা যদি ব্যবহার করে আপনি সেখান থেকেও সবজি কিনবেন না। কেন? কারণ এইখানে একটা সুতায় প্যাচ দিলে আর ধরার মধ্যে বাঁকা করে ধরলেই এটাতে প্রতারণা করা যায়।
এটা আমরা সবাই জানি কেন এটা বাতিল হয়ে গেছে। তারেক বলেন, একজন বলছে, তার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে আসবে। একদল সেই সাথে ঠিক বলে উঠছে। এই যদি অবস্থা হয় যে, আল্লাহ কি ঠিক করে রাখছে জামায়াতের নেতাকর্মীরা সব জেনে যাচ্ছে।
তারা আগে থেকেই ডিক্লারেশন করতেছে যে, আল্লাহ মনে হয় এইটাই সিদ্ধান্ত নিয়েছে। তারেক আরো বলেন, এই হুজুরের আরেকটা বক্তব্য শুনেছিলাম। সেইখানে যা বলেছে এদেশের মানুষ তা মেনে নেয়নি। পুলিশ তাদের কথায় উঠবে বসবে। প্রশাসন তাদের কথায় উঠবে বসবে। এইটা কেমন ঔদ্ধত্য আচরণ? সে বলছে, তাদের কথায় মামলা দিতে হবে। মামলা নিতে হবে।
এসএস/টিকে