অ্যাশেজ শুরুর আগেই অস্ট্রেলিয়া ধাক্কাটা খায়। পার্থ টেস্টের আগেই নিশ্চিত হয়ে যায় দলের সেরা দুই তারকা প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড তাতে খেলতে পারবেন না। অবশ্য এই দুজনকে ছাড়াই পার্থে অস্ট্রেলিয়া অনায়াসে জিতেছে। ৮ উইকেটের জয়ের পথে মিচেল স্টার্ক নেন ১০ উইকেট, ট্রাভিস হেড করেন ঝড়তোলা সেঞ্চুরি।
হ্যাজেলউড নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। প্রথমে তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হলেও পরবর্তী স্ক্যানেই ধরা পড়েছে হ্যামস্ট্রিং ইনজুরি। কামিন্স ভুগছিলেন পিটের ইনজুরিতে। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে দুজনেরই ফেরার কথা ছিল। ৪ ডিসেম্বরের ওই ম্যাচকে সামনে রেখে কামিন্স সে পথে ভালোভাবেই এগোচ্ছেন। কিন্তু বিপত্তি হ্যাজেলউডকে নিয়ে। তার পুরো সিরিজ থেকেই ছিটতে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ক্রিকইনফো জানিয়েছে, হ্যাজেলউড দ্বিতীয় টেস্ট মিস করতে চলেছেন। ব্রিসবেন টেস্টের আগে দলে যোগ দেবেন তিনি, খেলতে না পারলেও চালিয়ে যাবেন রিহ্যাব প্রক্রিয়া। অস্ট্রেলিয়া আশা করছে, হ্যাজেলউড অন্তত অ্যাশেজের কোনো অংশে খেলতে পারবেন। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘সে (হ্যাজেলউড) প্রথম সপ্তাহের রিহ্যাব করছে। আমি জানি, সে কোনো অংশে খেলার জন্য প্রস্তুত হবে।... আশা করি অংশ নিতে পারবে।’
ব্রিসবেনে উসমান খাজার খেলা নিয়েও শঙ্কা জাগছে। পার্থ টেস্টের ইনিংসেই ওপেন করেননি তিনি। প্রথম ইনিংসে নিয়মের মারপ্যাচে পড়লেও ব্যাক স্প্যাজমে ভুগছেন তিনি। তার সবশেষ অবস্থার ব্যাপারে জানা যাবে পরীক্ষার পর। ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা প্রথমে যা আশা করেছিলাম তার চেয়ে এটি (খাজার চোট) আরও গুরুতর কি না, তা জানতে আরও পর্যালোচনা করা হবে।’
খাজা ওপেন করতে না পারায় প্রথম ইনিংসে জ্যাক ওয়েদারেল্ডের সঙ্গে একবার মার্নাস লাবুশেন ও আরেকবার ট্রাভিস হেড ওপেন করেন। লাবুশেন মাত্র ৯ রান করলেও হেড তাণ্ডব চালিয়েছেন ইংলিশ বোলারদের ওপর দিয়ে। ৬৯ বলে সেঞ্চুরিতে পৌঁছে ১২৩ রানে থামেন তিনি।
এবি/টিকে