দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন গাজী আব্দুন নূর। জনপ্রিয় অভিনেতা এবার মুখ খুললেন দিতিপ্রিয়া রায় ও জিৎকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে। তিনি জানালেন, শিল্পীদের এই মনোমালিন্য তাঁকে সত্যিই দুঃখ দিচ্ছে। কারণ, তাঁর নিজের অভিজ্ঞতায় দিতিপ্রিয়ার সঙ্গে কোনও দিনই কোনও সমস্যা হয়নি।
নূর স্মরণ করিয়ে দেন, যখন তাঁরা একসঙ্গে কাজ করেছেন, তখন দিতিপ্রিয়া ছিল অনেক ছোট। বয়স ও অভিজ্ঞতার সেই ব্যবধানেও তাদের মধ্যে কখনও কোনও অস্বস্তি বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়নি। এমনকি প্রেমের দৃশ্যেও না যা সাধারণত নতুন বা কম বয়সী সহশিল্পীর জন্য অস্বস্তির জায়গা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সেখানে কোনও বিরূপতা বা সমস্যা তৈরি হয়নি বলে জানান তিনি।
জিতুদার সঙ্গেও তাঁর গভীর বন্ধুত্ব ও পেশাদারি সম্পর্ক বহুদিনের। দিতিপ্রিয়াকেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তাই তাদের মধ্যে এই টানাপোড়েনের খবর তাঁকে মনখারাপ করে দেয়। তিনি মনে করেন, দুই শিল্পীই অত্যন্ত প্রতিভাবান, আর ভুল বোঝাবুঝি কাটিয়ে পেশাদারিত্বই শেষ পর্যন্ত জয়ী হবে।
একই শিল্প অঙ্গনে কাজ করতে গিয়ে ছোটখাটো দূরত্ব তৈরি হওয়া নতুন নয়, তবে নূর চান, এই অবস্থায় আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। দর্শকও অপেক্ষায় যে দুই প্রিয় শিল্পীর মধ্যে যেন আবার আগের সেই স্বস্তির সম্পর্ক ফিরে আসে।
আরপি/টিকে