ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাঙামাটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জেলার যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। তিনি গত ১৪ নভেম্বর জেলার প্রধান সমন্বয়কারীর কাছে এই পদত্যাগ পত্র জমা দেন।
উজ্জ্বল চাকমা পদত্যাগপত্রে লিখেন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না।
এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, ব্যক্তিগত কারণে উজ্জ্বল চাকমা যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।