হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ার বরাবরই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২- ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ।
স্থানীয়রা জানান, উত্তরের এ জেলায় সাধারণত নভেম্বরের শুরু থেকে বাড়তে থাকে শীতের পরশ। কিন্তু গত কয়েক বছর ধরে অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত নামতে দেখা যায়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের আগমন কিছুটা আগেই ঘটে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এখন পর্যন্ত ১২.৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামেনি বলে জানান তিনি।
আরপি/টিকে