মানিকগঞ্জে বাউলদের ওপর তৌহিদী জনতা নামধারীদের হামলায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাউলশিল্পী আবদুল আলিম সদর থানায় মামলাটি দায়ের করেন। তবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেউ গ্রেপ্তাার হয়নি।
এর আগে গত রবিবার রাতে তৌহিদী জনতার পক্ষে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়
অভিযোগপত্রে স্বাক্ষর করেন মুফতি ওবায়দুল্লাহ, মুফতি মজিবুর রহমানসহ ছয়জন। এছাড়া পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাউলদের ওপর হামলা মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।
তবে সিসি ক্যামেরার ফুটেজ এবং ভিডিও দেখে আসামি শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তৌহিদী জনতার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে ওসি বলেন, তদন্ত করে সত্যতা পেলে অভিযোগ নথিভুক্ত করা হবে।
এছাড়া পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরির বিষয়িটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, কারাগারে আটক বাউলশিল্পী আবুল সরকারের গ্রামের বাড়ির নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।
ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারে রয়েছে তিনি।
তাঁর মুক্তির দাবিতে গতকাল সোমবার সমবেত হওয়ার সময় বাউলদের ওপর হামলা করে তৌহিদী জনতার ব্যনারে বেশ কিছু লোক।
এবি/টিকে