এশিয়ান কাপের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার মালয়েশিয়া ও বাংলাদেশের ম্যাচ দিয়ে গড়াবে আসর।আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন স্বাগতিক কোচ পিটার জেমস বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। অধিনায়ক জানালেন, আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জেতার চেষ্টা করবেন।
বুধবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে শুরু হবে সিরিজ। খেলা গড়াবে সন্ধ্যা ৭টায়, ঢাকার জাতীয় স্টেডিয়াম। সিরিজের আরেক দল আজারবাইজান।
মঙ্গলবার আফঈদা বললেন, ‘সবাইকে গতকাল বলেছিলাম, আমরা অবশ্যই চেষ্টা করব আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জেতার। সকালে অনুশীলন করেছি। কোচ বলেছেন কীভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। আজারবাইজান ও মালয়েশিয়াকে হারাতে চাই, দেশের মানুষকে ভালো খেলা উপহার দিতে চাই।'
কোচের খেলার ধরন হাইলাইন ডিফেন্স বিষয়ে আফঈদা বললেন, ‘সবকিছুর সাথেই বানিয়ে নিতে হয়। আমরা অবশ্যই চেষ্টা করবো মানিয়ে নেয়ার।
এর আগে আমরা এভাবে খেলিনি। এখন কোচ আসার পরে তার মতো খেলাচ্ছে। আমরা অবশ্যই চেষ্টা করছি কোচের কথামতো চলতে। অবশ্যই এটা ভালো হবে ইনশাআল্লাহ।’
‘হ্যাঁ, আমরা এভাবে খেলে এএফসি অনূর্ধ্ব-২০ কোয়ালিফাই করছি। সিনিয়র টিমেও এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। অবশ্যই ভুল ত্রুটি থাকবে। সবকিছুতে তো ভুল থেকে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয় আমরা সেভাবে খেলব।’
এমআর/টিএ