ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করতে সোমবার বাংলাদেশে এসেছে মালয়েশিয়া মেয়েদের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার দুপুরে জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির হেড কোচ জোয়েল কার্নেলি এবং অধিনায়ক নুর লিয়ানা বিন্তি সোবেরি। বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ তরুণদের নিয়ে বেশ শক্তিশালী দল।
বুধবার বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে শুরু হবে সিরিজ। খেলা গড়াবে সন্ধ্যা ৭টায়, ঢাকার জাতীয় স্টেডিয়াম। সিরিজের আরেক দল আজারবাইজান। ইউরোপীয় ফুটবল সংস্কৃতির দলটি অবশ্য পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসেনি বলে জানা গেছে।
মালয়েশিয়া কোচ জোয়েল বলেন সী গেমসের আগে নিজেদের ঝালিয়ে নিতে চান। তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, সী গেমসের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে আমাদের খেলতে হবে। এ কারণে এখানে শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
‘আমরা র্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে আছি, তবে আমরা বাংলাদেশকে জানি, অনেক তরুণ খেলোয়াড় নিয়ে অবশ্যই ওরা শক্তিশালী দল। আশা করি, টুর্নামেন্টটা আমরা উপভোগ করতে পারব এবং সী গেমসের প্রস্তুতি ভালোভাবে নিতে পারব।’
পিএ/এসএন