চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে কোনোপ্রকার পাত্তাই পায়নি স্পেনের ক্লাবটি। বার্সেলোনাকে হারিয়ে তাদের খোঁচা মারলেন চেলসি কোচ এনজো মারেস্কা।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে শেষ ৯ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (২৫ নভেম্বর) আবারও চেলসির কাছে ধরাশায়ী হয় ফ্লিকের দল। বার্সার বিপক্ষে জয়ের পর তাদের খোঁচা মারেন চেলসির ইতালিয়ান কোচ।
জয়ের পর অ্যামাজন প্রাইমকে দেয়া সাক্ষাৎকারে মারেস্কা বলেন, 'এটি দুর্দান্ত জয়। সত্যি বলতে, এর বেশি কিছু নয়। আমরা জানতাম এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তবে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’
এরপর বার্সেলোনাকে খোঁচা দিয়ে চেলসি কোচ বলেন, ‘যখন আপনি বার্সেলোনাকে হারাবেন এবং জয়টা কাতালানদের বিপক্ষে, তা সবসময়ই আনন্দের। আজ আমরা খুশি। আমরা কারাবাগের মাঠে পয়েন্ট খুইয়েছিলাম, তবে বেনফিকা ও আয়াক্সকে হারিয়েছি। আর বায়ার্ন মিউনিখের কাছে হেরেছি। এতে বুঝা যায় যে, সব ম্যাচই জটিল।'
এদিকে চেলসির ব্রাজিলিয়ান তারকা এস্তেভাওয়ের প্রশংসাও করেছেন মারেস্কা। তিনি বলেন, 'এটি তার (এস্তেভাও) জন্য একটি অসাধারণ রাত। তবে আমি মনে করি এটি পুরো ক্লাব এবং সমস্ত সমর্থকদের জন্যও বিশেষ রাত। রাতটি সবার জন্য খুবই আনন্দের।'
৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে বার্সেলোনা।
ইএ/এসএন