উদয়পুরে রাজকীয় বিয়ের উৎসব জমকালো আয়োজন, বিলাসবহুল প্রাসাদ এবং বিশ্ব তারকাদের উপস্থিতিতে রূপ নেয় এক মহাসমারোহে। এই আয়োজনে চোখ ধাঁধানো পারফরম্যান্সে মঞ্চ মাতিয়েছেন হলিউড তারকা জেনিফার লোপেজ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মা বিলিয়নেয়ার রামা রাজু মানতেনার মেয়ে নেত্রা মানতেনা ও সুপারঅর্ডারের সহ–প্রতিষ্ঠাতা ভামসি গাদিবীরুর বিয়েকে ঘিরে উদয়পুরে আয়োজিত হয় এই রাজকীয় উদযাপন।
গত শুক্রবার (২১ নভেম্বর) থেকে সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত চার দিনের এই আয়োজন অনুষ্ঠিত হয় দ্য লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো বিখ্যাত ও বিলাসবহুল ভেন্যুতে।
বিয়েতে বলিউডের অসংখ্য তারকার পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। অনুষ্ঠানের জমকালো সমাপ্তি ঘটে জেনিফার লোপেজের চোখ ধাঁধানো লাইভ পারফরম্যান্সে।
জানা গেছে, এই শো-এর জন্য তিনি নিয়েছেন প্রায় ১৭ কোটি রুপি। রোজগোল্ড গাউন শাড়িতে লোপেজের সাজ ছিল এই অনুষ্ঠানের আন্তর্জাতিক আকর্ষণ।
উল্লেখ্য, উদয়পুরের রাজকীয় বিয়েতে এটি জে
নিফারের প্রথম পারফরম্যান্স নয়। এর আগে ২০১৫ সালে সঞ্জয় হিন্দুজা ও অনসূয়া মাহতানির বিয়েতেও এসেছিলেন তিনি।
এবারের আয়োজনে জেনিফার লোপেজ ছাড়াও দিয়া মির্জা, আমিরা দস্তুর, সোফি চৌধুরী, করণ জোহর, রণবীর সিং, জাহ্নবী কাপুর, শহীদ কাপুর, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি শ্যানন, মাধুরী দীক্ষিত ও বরুণ ধাওয়ানসহ বলিউডের অসংখ্য তারকা উপস্থিত ছিলেন।
এমকে/এসএন