জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, ‘আমি জীবনে যতই ভুল করি না কেন, আমি চেষ্টা করেছি মানুষকে উচ্চারণ, ভাষা ও তর্ক শেখাতে। কাউকে গালি দেওয়ার অধিকার কেউ দেয়নি। কারো গলায় জুতা ঝোলানোর অধিকারও দেয়নি। আমি নিজে হয়তো খারাপ মানুষ হতে পারি, কিন্তু একজন খারাপ বা অন্যায়কারী মানুষও জীবনে দুই একটা ভালো কাজ করে।
আমি হয়তো পুরোপুরি ভালো নই, তবে আমি সবসময় ভালো কাজের কথাই বলেছি। আমাদের যারা ভালো কাজের কথা বলেছি, যদি সে কারণে আমাদের ওপর ট্যাগিং করা হয়, তবে করেন ট্যাগিং।’
তিনি বলেন, “আমি কখনো ‘রোল ক্যামেরা, অ্যাকশন’ বলে আন্দোলনে নামিনি। পুলিশের জামা খামচে ধরে ছবি তুলিনি, আমি খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না।’
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমে টক শো অনুষ্ঠান ‘কালের সংলাপ’-এ অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি প্রশ্ন করেন, কোটা আন্দোলন চলার সময় কতজন সেলেব্রিটি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ‘যে আমার হাঁটুর বয়সী তাকে আমি হাঁটুর বয়সী বলতে পারব না; কিন্তু আমি তার বাবার বয়সী, সে আমাকে গালি দিতে পারবে, এটা কোন বাংলাদেশ?’
তিনি বলেন, ‘বাংলা ভাষার জন্য আমরা স্বাধীনতা অর্জনের সংগ্রামে প্রাণ দিয়েছি। সেই ভাষা, সেই রাষ্ট্রে আমাদের বক্তব্যের স্বাধীনতা থাকতে হবে।
পিএ/এসএন