জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর বিশ্বের জনবহুল শহরের মধ্যে শীর্ষে এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যে গতিতে শহরটির জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।
এতে বলা হয়, জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে। নিম্ন-উপকূলীয় শহরটিতে ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে তিন কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে।
এর আগে, জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহৎ শহরের শীর্ষে ছিল টোকিও। নতুন তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী। তৃতীয় অবস্থানে থাকা শহরটির মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্বের জনসংখ্যা দ্রুত শহরকেন্দ্রিক হয়ে উঠছে। বর্তমানে ৮.২ বিলিয়ন মানুষের মধ্যে ৪৫ শতাংশই শহরে বসবাস করে।
যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন, সেগুলোকে মেগাসিটি বলা হয়। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত। শীর্ষ দশে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো– ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো এশিয়ার বাইরে থাকা শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেখানে বাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ।
আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ বাসিন্দা)। আর সাব-সাহারান অঞ্চলের সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।
কেএন/টিএ