ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বুধবার (২৬ নভেম্বর) প্রথমবারের মতো নিজ জেলা খাগড়াছড়িতে আসেন। বিকেলে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
মানিকছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় সাদিক কায়েম বলেন, পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যা যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের মতো আরও দশটি দেশ পরিচালিত হতে পারে। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে গত ৫৪ বছরে দেশ তার সম্ভাব্য অবস্থানে পৌঁছাতে পারেনি।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের দুই হাজার ভাই–বোন শহীদ হয়েছেন, বিশ হাজার গাজী হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ইনসাফের প্রতীক বেছে নেবেন এবং সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃত্বকে ভোট দেবেন।
ছাত্র-যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ঘর তোমাদের জন্য সবসময় উন্মুক্ত। প্রয়োজন হলে যেকোনো সহযোগিতা পাওয়া যাবে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাতে হবে। জালেম যতই শক্তিশালী হোক, তার পতন হবেই। আবু সাঈদের মতো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সত্য শেষ পর্যন্ত বিজয়ী হবেই।
খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকার ব্যবসায়ী মো. আবুল কাশেমের ছেলে সাদিক কায়েম ডাকসু ভিপি নির্বাচনের পর এটিই ছিল তার প্রথম জেলা সফর। সকাল থেকেই চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ি আসার পথে মানিকছড়ি, জালিয়া পাড়া, মাটিরাঙ্গাসহ বিভিন্নস্থানে স্থানীয়দের ফুলেল শুভেচ্ছায় তিনি সংবর্ধিত হন। সফরকালে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/টিএ