কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারুর বহিষ্কারাদেশ বহাল রেখেছে বিএনপি।
বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুলবশত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলাধীন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারুর বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিলো। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং মাহবুব হাসান পিয়ারুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।
আইকে/টিএ