পরিচালক কৌশিক গাঙ্গুলী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তাঁর মতে, স্ত্রী বাজারে ব্যস্ত আর স্বামী ঘরে বসে খবরের কাগজ পড়ছেন—এর চেয়ে ঘৃণ্য দৃশ্য আর হতে পারে না। তিনি মনে করেন, সংসারের কাজে পুরুষদের অংশগ্রহণ শুধু দায়িত্ব নয়, পারিবারিক আনন্দেরও উৎস।
কৌশিক গাঙ্গুলীর ভাষ্য, যে পুরুষরা ঘর-সংসারের কাজকে অবহেলা করেন, তাঁরা আসলে বঞ্চিত হচ্ছেন জীবনের পরম আনন্দ থেকে। পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়াই পরিবারকে সুন্দর রাখে—এই বার্তাই তিনি তুলে ধরেন নিজের মন্তব্যে। তাঁর এই বক্তব্য অনেকে সমর্থন করলেও সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও চলছে।
এবি/টিকে