চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার ডিন হাউসেনকে এই ম্যাচে পাবে না প্রতিযোগিতাটির সফলতম দলটি।
রেয়াল মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল’ সংক্রমণের কারণে দলের সঙ্গে এথেন্সে যেতে পারবেন না কোর্তোয়া।
হাউসেনকে নিয়ে কিছু জানায়নি তারা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, হাঁটুর চোটে ভুগছেন ২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের জন্য দেওয়া স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
আগে থেকে বাইরে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল ও আন্টোনিও রুডিগার। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চোট পান দুই ডিফেন্ডার ডাভিড আলাবা ও এদের মিলতাও।
কোর্তোয়ার অনুপস্থিতিতে পোস্টের নিচে দাঁড়াবেন হয়তো আন্দ্রি লুনিন। এই মৌসুমে ক্লাবের হয়ে এখনও খেলার সুযোগ পাননি ইউক্রেইনের এই গোলরক্ষক। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১৭ ম্যাচের সবকটিতে পুরো সময় খেলেছেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া।
বুধবার অলিম্পিয়াকোসের মাঠে খেলবে রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে লিভারপুলের মাঠে হেরেছে শাবি আলোন্সোর দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন আছে তারা।
এমআর