বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধ্বংস করেছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন।
তিনি দাবি করেন, স্বৈরাচার আওয়ামী লীগ কখনোই একক শক্তিতে রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারত না। বরং তারা বারবার রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে এবং ক্ষমতায় যাওয়ার শর্টকাট পেতে অদৃশ্য দরজা খুঁজেছে। জামায়াতসহ বিভিন্ন শক্তির সহযোগীতা ছাড়া আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো না। এটাই বাস্তবতা, এটাই সত্য।
বুধবার (২৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নোয়াখালী জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের সঙ্গে আইনজীবীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য অতীত ভুলে গেলে চলবে না। দেশবাসীর সামনে সত্য উন্মোচন করাই বিএনপির দায়িত্ব।
ক্ষমতায় যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি করা দল যেকোনো সমঝোতা, যেকোনো সমর্থনকে গ্রহণ করেছে। আজ তারা ইতিহাস বিকৃত করে নিজেদের সুবিধামতো গল্প সাজাতে চাইছে। আওয়ামী লীগও কখনোই ন্যায়-অন্যায়, গণতন্ত্র-স্বৈরশাসন এসব বিবেচনা করেনি। তাদের মূল লক্ষ্য ছিল শুধু ক্ষমতা এবং ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
ক্ষমতার জন্য বিগত ১৭ বছর তারা বিএনপির ওপর নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ।
গণতন্ত্র নামক বৃক্ষকে শিকড় থেকে উপড়ে ফেলেছে আওয়ামী লীগ। দেশের এ পরিস্থিতিতে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল। দীর্ঘ ১৭ বছর বিএনপি জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করছে। দলমত নির্বিশেষে মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে।
তারা জানে বিএনপি ছাড়া আর কেউই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। আজ যারা দেশ পরিচালনা করছে, তারা সব কিছুতে ব্যর্থ। অর্থনীতি ভেঙে পড়েছে, ব্যাংক খাত লুট হয়ে যাচ্ছে, দুর্নীতি প্রতিষ্ঠানিক রূপ পেয়েছে, দেশে ন্যায় বিচার নেই। আর আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংকট নিরসনে দরকার দ্রুত জাতীয় সংসদ নির্বাচন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ্যডভোকেট এবিএম জাকারিয়া, জাতীয় কমিটির সদস্য আ্যডভোকেট আবদুর রহিম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এমআর/টিএ