সব বাধা পেরিয়ে, পুরোপুরি সুস্থ হয়ে আগামী বছরের বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে আছেন নেইমার। তারকা ফুটবলারকে খুব করে দলে দেখতে চান ব্রাজিলের মানুষও। কিন্তু প্রকৃতি যেন বারবার বাঁধ সাধছে। বেঁকে বসছে তার শরীর। চোটপ্রবণ সান্তোস ফরোয়ার্ড আবার চোট পেয়ে ছিটকে পড়েছেন বলে খবর গণমাধ্যমের।
ইএসপিএনের খবর, হাঁটুতে নতুন চোট পেয়েছেন নেইমার। ফলে চলতি মৌসুমে সান্তোসের শেষ তিনটি লিগ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
গত সপ্তাহে মিরাসোলের বিপক্ষে ম্যাচে খেলার সময় বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করেন নেইমার। এই কারণেই তাকে গত সোমবার ইন্তারনাসিওনালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে খেলাননি কোচ।
ক্লাব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, পরীক্ষায় নেইমারের বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট ধরা পড়েছে। দুই বছর আগে একই হাঁটুর এসিএলে গুরুতর চোট পাওয়ায় তার অস্ত্রোপচার করাতে হয়েছিল।
অবনমন-শঙ্কায় থাকা সান্তোস অবশ্য এখনও নেইমারের নতুন চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গত জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরার পর এ নিয়ে চতুর্থবারের মতো চোট সমস্যায় পড়লেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড এবং ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমারকে দলে পেতে চান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও। তবে, শারীরিকভাবে পুরোপুরি ফিট না হলে যে কাউকে নেওয়া হবে না, এটাও জানিয়ে দিয়েছেন কোচ।
আর বিশ্বকাপ খেলতে হলে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফেরার জন্য নেইমারকে ৬ মাস সময়ও বেঁধে দিয়েছেন আনচেলত্তি।
এমআর/টিএ