বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা চতুর্থ দিনের মতো রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত রবিবার রাত থেকে তিনি হাসপাতালের কেবিনে থেকে মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২৬ নভেম্বর) চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে ও প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। ভর্তির প্রথম দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, বেগম জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার নিয়েছে।
এই পরিস্থিতিতে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।
এবি/টিকে