১০ জনের এভারটনের বিপক্ষে হেরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে শীর্ষ পর্যায়ের ধারে কাছে দেখছেন না পর্তুগিজ এই কোচ।
প্রতিপক্ষের একজন কমে যাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো হেরেছে এভারটনের বিপক্ষে। এই হারের পর ইউনাইটেডের কঠোর সমালোচনা করেছেন হুবেন অ্যামুরি। পর্তুগিজ এই কোচ বলেছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ দলগুলোর ধারেকাছে নিজের দলকে দেখেন না তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। জিততে পারলে পাঁচ নম্বরে উঠে যেতে পারত দলটি। ত্রয়োদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া এভারটনের বিপক্ষে হারের পর ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে অ্যামুরির দল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তার কণ্ঠে ঝরল একরাশ হতাশা।
“আমরা সেখানে নেই, লিগের সেরা অবস্থানগুলোর জন্য লড়াই করার মতো জায়গার কাছাকাছিও নেই আমরা। গত পাঁচ সপ্তাহ সবাই আমাদের উন্নতির প্রশংসা করছে। আমি সবসময় একই কথা বলছি। আমরা এখনও সেই অবস্থার কাছেও পৌঁছাইনি, যেখানে এই ক্লাবে আমাদের থাকা উচিত।”
“গত মৌসুমের এই পরিস্থিতিতে ফিরে যাওয়ার ভয় পাচ্ছি। সেটাই আমার সবচেয়ে বড় উদ্বেগ।”
প্রিমিয়ার লিগের ম্যাচে আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলবে ইউনাইটেড।
এবি/টিকে