ভারতের রাজস্থানের উদয়পুরে গত শুক্রবার (২১ নভেম্বর) সংগীত সন্ধ্যা থেকে শুরু হয়েছে নেত্রা ও ভামসির জমকালো বিয়ের আয়োজন। আর এই আয়োজনে শুধু বলিউড নয়, অংশ নিয়েছেন হলিউড তারকারাও।
জেনিফার লোপেজ, জাস্টিন বিবার, ডনাল্ড ট্রাম্প জুনিয়র থেকে শুরু করে হলিউড তারকাদের মেলা বসে বিয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাজকীয় বিয়ের আয়োজনের একাধিক ছবি ও ভিডিও।
এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন যুক্তরাষ্ট্রের পপস্টার জেনিফার লোপেজ। জমকালো এই বিয়েতে তার পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, তিনি নাকি নিয়েছেন ১৭ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ২৫ লাখ টাকার বেশি। বিষয়টি সামনে আসতেই রীতিমতো আলোচনা ছড়িয়েছে বলিউডসহ আন্তর্জাতিক শোবিজে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভারতের উদয়পুরের লেক ও প্রাসাদগুলোতে চলছিল বিয়ের বিশাল আয়োজন। বিলিয়নিয়ার রামা রাজু মনটেনার মেয়ে নেত্রা ও সুপারঅর্ডারের কোফাউন্ডার ভামসি গাদিরাজুর বিয়ে সম্পন্ন হয় লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো রাজপ্রাসাদে। ১৭শ শতাব্দীর মার্বেল দেয়ালে ফুলের সাজ, সাব্যসাচীর লাল শাড়িতে কনে ও ক্রিম শেরওয়ানিতে বর এ যেন এক সিনেমাটিক মহোৎসব।
এই বিয়ে যেন ছিল এক আন্তর্জাতিক রেড-কার্পেট। উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, হলিউড-বলিউডের নামকরা উদ্যোক্তা ও তারকারা। রণবীর সিং, জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি স্যানন, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ানসহ অনেকে।
রণবীর সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় বিয়ের কনে নেত্রা ও ট্রাম্প জুনিয়রের বান্ধবী বেটিনা আন্দারসনের সঙ্গে নাচ সামাজিকমাধ্যমে এখনও ট্রেন্ডিং।
সবশেষে রোববার (২৩ নভেম্বর) রাতের পোস্ট-ওয়েডিং পারফরম্যান্সে মঞ্চে ওঠেন জেনিফার লোপেজ। রোজ-গোল্ড অ্যাসিমেট্রিক কউচার শাড়িতে তিনি সবার নজর কাড়েন। তার গান আর নাচে সবাই মুগ্ধ আর, এই পারফরমেন্সের জন্যই জেনিফার নিয়েছেন ১৭ কোটি রুপি।