ব্যস্ত অভিনয়জীবনের ভিড়ে কখনো কখনো কিছু কথা কানে লাগে, মনেও লাগে। কিন্তু সোলাঙ্কি রায় যেন ঠিক আগের মতোই নিজের ছন্দে চলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখলেন, বাজে কথায় কান দিতে চান না তিনি। একজন খারাপ বললে তাঁর অভিজ্ঞতায় দেখেছেন, দশজন আবার ভালোও বলেন। তাই নেতিবাচকতা নয়, ইতিবাচকতার মধ্যেই খুঁজে নেন শান্তি।
টেলিভিশন থেকে ডিজিটাল পর্দা- সব জায়গায় সমান ছন্দে হাঁটছেন সোলাঙ্কি। নানা চরিত্রে কাজ করতে গিয়ে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি সমালোচনাও এসেছে। কিন্তু নিজস্ব মনোভঙ্গিই তাঁকে বারবার এগিয়ে দিয়েছে। সামান্য আঘাতে দমে যাওয়ার মানুষ তিনি নন। বরং সমালোচনাকেই শক্তিতে রূপ দিতে জানেন।
সাম্প্রতিক সময়ে তাঁর কাজের পরিধি আরও বেড়েছে। শুটিং ফ্লোরের ব্যস্ততা আর চরিত্রের ভিন্নতা তাঁকে নতুন আনন্দ দেয়। তাই সামনে এগিয়ে যাওয়ার এই যাত্রায় অযথা কথাবার্তা যেন তাঁর পথরোধ করতে পারে না। নিজের প্রতি আস্থা আর অনুরাগীদের ভালোবাসাই তাঁকে রাখে দৃঢ় ও ইতিবাচক।
সোলাঙ্কির এই বার্তায় যেন লুকিয়ে আছে এক ধরনের সহজ শিক্ষা- যে যে জায়গায় থাকি না কেন, ভালোর মধ্যেই শান্তি খুঁজতে হয়। আর আশপাশের অকারণ কথাবার্তা উপেক্ষা করে নিজের কাজ করাই আসল শক্তি। বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেত্রীর ভাবনা তাই অনেকের কাছে অনুপ্রেরণার জায়গা হয়ে উঠছে।
কেএন/টিকে