জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ডাফার ব্রাদার্স পরিচালিত বহুল প্রতীক্ষিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে মুক্তির পরই দুনিয়াজুড়ে ভক্তদের ঢল নামে। চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম অনলাইনে প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই দর্শকের চাপ সামলাতে না পেরে প্ল্যাটফর্মটি হঠাৎ ক্র্যাশ করে। ফলে কোটি কোটি দর্শক কাঙ্ক্ষিত পর্বটি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন, আর এটিই প্রমাণ করে সিরিজটি নিয়ে বৈশ্বিক আগ্রহ কতটা তুঙ্গে।
নেটফ্লিক্স জানিয়েছে, তারা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে। ক্র্যাশের সময় অনেক ব্যবহারকারী অনলাইনে তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, পর্দায় বারবার “Something went wrong…” বার্তা দেখাচ্ছিল।
১৯৮০-এর দশকের আবহে নির্মিত ‘স্ট্রেঞ্জার থিংস’ রহস্য, সায়েন্স ফিকশন, হরর ও কিশোর অভিযানের সমন্বয়ে অন্যতম জনপ্রিয় বৈশ্বিক সিরিজে পরিণত হয়েছে। নস্টালজিয়া আর উত্তেজনার এই মিশ্রণই ভক্তদের আগ্রহকে বারবার নতুন করে উসকে দিচ্ছে।
এবি/টিকে