রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

জয়ের খুব কাছে ছিল পাকিস্তান। স্বাগতিকরা জিতলে ফাইনালে জায়গা করে নিতো জিম্বাবুয়ে। তবে মন্দ কপাল তাদের। শেষ ৬ বলে ১০ রান নিতে ব্যর্থ হলো সালমান আলীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পা রাখলো শ্রীলঙ্কা। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমেছে স্বাগতিকরা। ইনিংসের শেষ ওভারে ৩ রানের বেশি পাকিস্তানকে তুলতে না দিয়ে লঙ্কানদের জয়ের নায়ক পেসার দুশমন্থ চামিরা।
 
এ পেসার অবশ্য শুরুতেও জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। রান তাড়ায় নেমে মাত্র ৪৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। যার ৩টিই তুলে নিয়েছিলেন চামিরা। তার তোপে শাহিবজাদা ফারহান ৭ বলে ৯, বাবর আজম ২ বলে ০ আর ফখর জামান ৩ বলে ১ রান করে বিদায় নেন। পাকিস্তান শুরুর দিকে রান পেয়েছিল সাইম আইয়ুবের ব্যাট থেকে। ১৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৭ রান করা এ ব্যাটারকে বোল্ড করেন ইশান মালিঙ্গা।
 

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক সালমান আলী ও উসমান খান। দুজনের ৫৬ রানের জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৩ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৩ রান করে আউট হন উসমান। এরপর মোহাম্মদ নাওয়াজের সঙ্গ নিয়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান সালমান। ১৬ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ২৭ রান করে ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হন নাওয়াজ। জয়ের জন্য তখন দরকার ছিল ১০ বলে ১৬ রান। ইশান বাকি ৪ বলে ৬ রান খরচ করেন। তাতে শেষ ওভারে দরকার পড়ে ১০ রানের। কিন্তু চামিরার একের পর এক ইয়র্কারে সে রান করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। হেরে যায় ৬ রানের ব্যবধানে। তাতে কপাল পোড়ে জিম্বাবুয়ের। কারণ এ ম্যাচ পাকিস্তান জিতলে ফাইনালে জায়গা পেতো তারা।
 
৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে লঙ্কানদের জয়ের নায়ক চামিরা। ম্যাচসেরা ও সেরা বোলারের পুরস্কারও উঠেছে তার হাতে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কামিল মিশারা ও কুশল মেন্ডিসের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রানের ‍পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা। ৪৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৬ রান বরেন কামিল। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন কুশল। পাকিস্তানের হয়ে বল হাতে ২৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন আব্রার আহমেদ।
 
আগামী ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টানা তিন জয়ে আগেই ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে এক ম্যাচে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে আশা বাঁচিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে শ্রীলঙ্কা হারলে পূরণ হতো তাদের সে আশা। তবে চার ম্যাচের মধ্যে দুটি জিতে তাদের স্বপ্ন ভেঙেছে হাসারাঙ্গারা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের প্রার্থীর প্রচারণায় বিএনপি সমর্থকদের হামলার নিন্দা-প্রতিবাদ Nov 28, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে হাতবোমা নিক্ষেপ নিয়ে আইনজীবী পান্নার মন্তব্য Nov 28, 2025
img
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ Nov 28, 2025
img
তৃতীয় মেয়াদে ডা. শফিকুর রহমান, দায়িত্ব পালনের নতুন শপথ আজ Nov 28, 2025
img
প্রচারের ভিড়ে নিজস্ব বিশ্বাসে কোয়েল মল্লিক Nov 28, 2025
img
যত ইচ্ছে সমালোচনা করতে বললেন তাওহীদ হৃদয় Nov 28, 2025
img
রাজশাহীতে ৬০টি হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ Nov 28, 2025
img
আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই Nov 28, 2025
img
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ Nov 28, 2025
img
রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর লিটন দাসের মন্তব্য Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ Nov 27, 2025
img
মেন্টরের জন্য দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় নোয়াখালী Nov 27, 2025
img
ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা কম ঝুঁকিপূর্ণ Nov 27, 2025
img
মুক্তি পেয়েছে 'স্ট্রে/ঞ্জা/র থিংস ৫, ক্র্যাশ করল নেটফ্লিক্স Nov 27, 2025
img
নারী উদ্যোক্তা তনির মানহানির মামলায় গ্রেপ্তার আকাশ নিবির কারাগারে Nov 27, 2025
img
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের সাজা Nov 27, 2025
img
কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী Nov 27, 2025
সারা বাংলাদেশ আজ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কামাল হোসে Nov 27, 2025
সেই নাঈম আজ নিজের ঘরই রক্ষা করতে পারল না Nov 27, 2025