বর্তমান সময়ে চলচ্চিত্রজগত হোক বা ওটিটি, প্রচারের পাল্লা যে কোন মাধ্যমেই প্রচণ্ড প্রতিযোগিতার। সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটাল ক্যাম্পেইন তারকাদের পরিচিতি আর জনপ্রিয়তা গড়ে ওঠে নানা কৌশলে। কিন্তু এই সময়েও নিজের সহজ-সরল পথে চলার বিশ্বাস ধরে রেখেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
সম্প্রতি তিনি জানান, অন্যদের মতো ডিজিটাল প্রচারের ঝলমলে দুনিয়ায় তিনি তেমন সক্রিয় নন। কারণ হিসেবে বললেন, তিনি এখনও বেশি ভরসা রাখেন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসায়। তাঁর কথায়, “আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, এখন যেভাবে ডিজিটাল অথবা মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হয় তাতে আমি তেমনভাবে এগিয়ে নেই। আমি এখনও মাউথ পাবলিসিটিতে বেশি বিশ্বাস করি। লোকের মুখে যে প্রচার ছড়িয়ে পড়ে তাতে বেশি বিশ্বাস আছে আমার।”
কোয়েলের এই বক্তব্যে যেন উঠে আসে এক অন্যরকম শিল্পীমানস। তিনি বিশ্বাস করেন, ভালো কাজ নিজেই কথা বলে, মানুষের হৃদয় জয় করতে আর আলাদা প্রচারের প্রয়োজন হয় না। তাঁর মতে, দর্শকের ভালোবাসা, তাদের মুখের প্রশংসাই সবচেয়ে বড় প্রচার যা কোনো ডিজিটাল প্রচারণার চেয়েও শক্তিশালী।
বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয় এই অভিনেত্রীর মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। দ্রুতবদলের এই সময়ে এখনও একজন তারকার এমন বিশ্বাস অনেককেই ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে।
এসএস/টিএ