টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হবে। তাই আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। কালিহাতীতে এইবার ভোটের ইতিহাস হবে। কালিহাতীবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়াকে আসনটি উপহার দেবে। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।মতিন আরো বলেন, আমি নারী শিক্ষা উন্নয়নে কলেজ করেছি। আগামীতে বিজয়ী হলে সেটাকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করব।
যাতে আমাদের মেয়েরা দূরে গিয়ে লেখাপড়া করতে না হয়। আমি নির্বাচিত হলে কালিহাতীর একটি মানুষও না খেয়ে মারা যাবে না। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তাই দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই, ভোট চাই।
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফী খান, পেশাজীবী নেতা অধ্যাপক আবদুল আউয়াল, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম প্রমুখ।
জনসভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এস এম খালিদ হাসান। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএস/টিএ