বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে নির্মিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ আসছে আজ ২৮ নভেম্বর বড়পর্দায়। বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। মুক্তির আগেই ছবির প্রচারঝলক দর্শকের নজর কাড়ে, যেখানে বাস্তব জীবনেও অনেকে নিজের পরিবারের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। গল্পে দেখানো হয়েছে সময়ের সাথে মেয়েরাই হয়ে ওঠে বাবার সবচেয়ে বড় আশ্রয় এই আবেগকে ঘিরেই ছবির কেন্দ্রীয় যাত্রা।
ছবি মুক্তির আগ মুহূর্তেও প্রচার জোরদার হয়েছে। বুধবার দিঘায় অনুষ্ঠিত হয় ছবির প্রচার অনুষ্ঠান যা দিঘার ইতিহাসে প্রথম কোনো বাংলা সিনেমার এমন আয়োজন। ‘বাংলা আমার মা’ নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করে। কলকাতা থেকে দিঘায় এসে প্রচারে অংশ নেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রিয় অভিনয়শিল্পীকে কাছ থেকে দেখতে সেখানে ছিল উপচে পড়া জনসমাগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, জেলা পরিষদ সদস্যা রিজিয়া বিবি, কল্যাণ জানা, বিশিষ্ট সমাজসেবী নেপাল ভুঁইয়া, কেদারনাথ গিরি, শ্রীকৃষ্ণ দাসসহ স্থানীয় অনেক নেতৃত্ব। অনুষ্ঠানে দিঘা কনভেনশন সেন্টারে সিনেমা হল নির্মাণের প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
‘হাঁটি হাঁটি পা পা’ মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। ছবিটি প্রদর্শিত হয়েছে গোয়ার ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই)। ছবির পরিচালক অর্ণব মিদ্যা ও অরুণাভ মিদ্যার সঙ্গে রেড কার্পেটে হাঁটেন রুক্মিণী, যেখানে সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে উচ্চ প্রশংসা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হওয়ায় ছবির প্রতি আগ্রহ আরও দ্বিগুণ হয়েছে।
এসএস/টিএ