ফরিদপুরে বাস-মাইক্রোর সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৬

ফরিদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা মহল্লার বাসিন্দা শরিফুল ইসলাম (৩২), তার মেয়ে তাবাসসুম (৯), শ্যালিকা আতিয়া (১৪) ও ভাগনি তনজু, শরিফুলের বন্ধু এসআই ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নাহিদ। ফারুকের বাড়ি আলফাডাঙ্গায়। আর নাহিদের নড়াইলে। দুর্ঘটনায় নিহত ছয়জনই মাইক্রোবাসের যাত্রী।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিমি আক্তার। রিমি আক্তারকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সিলেটের সুনামগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে বোয়ালমারী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনসহ ৬ জন মারা যান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রীর সন্ধান মেলেনি।

তিনি বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: