টলিউডে এখন গুঞ্জনের ঢেউ একের পর এক উঠছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক লোকেশ কানাগারাজ। একদিকে পাওয়ারস্টার পবন কল্যাণকে নিয়ে সম্ভাব্য নতুন ছবির কথা শোনা যাচ্ছে, অন্যদিকে আবার আইকন স্টার আল্লু অর্জুনের সঙ্গে তাঁর নতুন সহযোগিতার আভাস ঘুরে বেড়াচ্ছে সিনেপাড়ায়। পরিচালক হিসেবে ‘বিক্রম’ ছবির সাফল্য লোকেশকে যে উচ্চতায় তুলেছিল, তাতে তাঁর তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক নিয়ে প্রত্যাশা আগেই তুঙ্গে ছিল। তবে ‘কুলি’ ছবির প্রতিক্রিয়া আশানুরূপ না হলেও লোকেশকে ঘিরে উত্তেজনা একটুও কমেনি।
সাম্প্রতিক খবর, আল্লু অর্জুনকে তিনি শুনিয়েছেন ভবিষ্যৎ পৃথিবী ঘিরে নির্মিত এক নতুন কাহিনি। আল্লুর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। কারণ তিনি আপাতত ব্যস্ত আছেন অ্যাটলির নতুন ছবির কাজ নিয়ে। সেই ব্যস্ততার ফাঁকেই নাকি তিনি খুঁজছেন নিজের পরবর্তী বড় প্রকল্প। এ অবস্থায় লোকেশের প্রস্তাব তাঁকে কোন দিকে টানবে, তা দেখার অপেক্ষায় ভক্তরা।
তবে জুটিটিকে এক ফ্রেমে দেখা গেলেও তা দ্রুত সম্ভব হচ্ছে না। লোকেশ নিজেও এখন অভিনয়ের কাজে ব্যস্ত, অন্যদিকে আল্লুর সময়সূচিও গাদাগাদি। ফলে সম্ভাবনা যতই রোমাঞ্চকর হোক, বাস্তবে তাদের যৌথ প্রকল্পের ঘোষণা পেতে হয়তো আরও সময় লাগবে। তারপরও টলিউডে এখন যে আলোচনা সবচেয়ে উষ্ণ, তা হলো- এই সম্ভাব্য জুটি প্যান ভারতীয় চলচ্চিত্রে নতুন ধারা তৈরি করতে পারে কি না।
টিজে/টিকে