সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দ্বন্দ্বে সোমবারই ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। গত সাত দিন ধরে নায়িকাহীন ধারাবাহিকের সেট! স্বাভাবিকভাবেই নতুন ‘অপর্ণা’র খোঁজে ছিল দর্শকমহল। এমতাবস্থায় টলিপাড়ার দুই নায়িকা প্রত্যুষা পাল এবং সৌমিতৃষা কুণ্ডুর অভিনয় করার কথা শোনা গিয়েছিল! কানাঘুষো, বুধবারই নাকি চার অভিনেত্রীর লুক সেট হয়েছে। যে তালিকায় সম্পূর্ণা মণ্ডল-ছাড়াও রয়েছেন এক নতুন মুখ। যিনি ইন্ডাস্ট্রির কেউ নন, বরং মঞ্চাভিনেত্রী শিরিন পাল (Shirin Pal)। ‘চিরদিনই…’ সিরিয়ালের নতুন নায়িকা হিসেবে তাঁর দিকে নাকি পাল্লা ভারী!
দিতিপ্রিয়া রায়ের জায়গায় নতুন ‘অপু’ কে? দিন কয়েক ধরেই জোর জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে। এমন আবহে জানা গেল, এবার আর চেনা মুখ নয়, বরং আনকোরা মুখেই ভরসা রাখছেন নির্মাতারা। যদিও প্রযোজনা সংস্থা এসভিএফ কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই খবরে সিলমোহর বসানো হয়নি, তবে জানা গিয়েছে, লুক সেটের পর শিরিনকেই নাকি মনে ধরেছে ‘চিরদিনই তুমি যে আমার’ নির্মাতাদের। এবার প্রশ্ন কে শিরিন পাল? জানা গিয়েছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করছেন। ঝাড়গ্রামের মেয়ে। সেখানে একটি নাটকের দলও রয়েছে শিরিনের। এবার দেখার, দিতিপ্রিয়ার বদলে নতুন ‘অপু’ দর্শকদের কতটা মন জয় করতে পারেন?

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই ‘আর্য-অপর্ণা’ ওরফে জীতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে ধারাবাহিকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ একাধিবার বৈঠক করে তাঁদের মতপার্থক্যের মীমাংসা করারও চেষ্টা করেছিল। তবে শেষরক্ষা হয়নি! শেষপর্যন্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান দিতিপ্রিয়া রায়। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সোশাল মিডিয়ায় জীতু ভক্তদের লাগাতার বিষোদগারে অভিনেত্রী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে কাজেও মন বসছিল না তাঁর। আর সেইজন্যই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া রায়।
এবি/টিকে