আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এক দল নয়, গণঅভ্যুত্থানের সকল অংশীজনের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) শহীদ মিনারে চলা প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নুর বলেন, জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সময়ের প্রয়োজনে জন মানুষের আন্দোলন ছিল। গণতন্ত্রের প্রয়োজনে আন্দোলন ছিল।
তিনি বলেন, ভারতের তাবেদারি করে গত ১৬ বছর শাসন করেছে শেখ হাসিনা। তাবেদারি শক্তি ফিরে আসলে আমরা কেউ নিরাপদ নই। স্বৈরাচারী শক্তি ফিরলে আমাদের জন্য আরেকটা নরকের অধ্যায় শুরু হবে। আমরা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপোষ করবো না।
বিএনপি জামায়াতের নেতাদের বলবো আপনারা সংযত হোন। ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে কেউ কারো মিছিল মিটিং-এ হামলা করবেন না। ক্ষমতার দাম্ভিকতা শেখ হাসিনা দেখিয়েছিল, বলেছেন শেখের বেটি পালায় না, পরে বিমানে চড়ে পালিয়েছেন।
নুর আরও বলেন, বিএনপি জামায়াত দুই দলই আমাদের রাজনৈতিক বন্ধু প্রতিম দল। বিএনপি জামায়াত বাদ দিয়ে আগামী নির্বাচন সম্ভব না।
তিনি বলেন, জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগের সবাই লুটপাট করে নাই, জুলাই আন্দোলনে সবাই ছাত্র জনতার ওপর হামলা করে নাই। যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগের যারা আদর্শগত রাজনীতি করেছে, তারা চাইলে অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। তবে পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে।
এই গণ-অধিকার পরিষদের নেতা বলেন, নির্বাচনে টাকার খেলা, এটা বাংলাদেশের নির্বাচনে বহুদিন ধরে চলে আসছে। গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম তা বন্ধ হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য তা হয়নি।
ইএ/টিকে