মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপ আসে দুই দেশের কূটনৈতিক উত্তেজনার মধ্যে। অন্যদিকে, কারাকাসের অভিযোগ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক হুমকি তৈরি করছে।
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ক্যারিবীয় সাগরে বৃদ্ধি, মাদুরোর সঙ্গে যুক্ত একটি কথিত মাদকচক্রকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা, এবং ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা—এসব পদক্ষেপে ওয়াশিংটন চাপ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এসব কার্যক্রম মাদক পাচার রোধের জন্য; কিন্তু কারাকাসের মতে, উদ্দেশ্য সরকারের পরিবর্তন।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প ফোনালাপটিকে সাধারণ কল বলে উল্লেখ করেন। আলোচনায় দুই নেতার সম্ভাব্য বৈঠক, মাদুরো পদত্যাগ করলে ক্ষমামুক্তি এবং বিদেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার সুযোগের বিষয়ও উঠে এসেছে। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদকচক্র ‘কার্টেল অব দ্য সানস’-এর নেতৃত্ব দেওয়ার অভিযোগও তুলেছে এবং তার জন্য ৫০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। তবে ভেনেজুয়েলা ও মিত্ররা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।