বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন নতুনভাবে রহস্যময় ভূমিকায় হাজির হতে চলেছেন। তার অভিনয়ের পরবর্তী গন্তব্য হতে পারে মাডক ফিল্মসের জনপ্রিয় হরর কমেডি ইউনিভার্স (MHCU)। এবার তিনি শুধু গ্ল্যামার নয়, বরং এক রহস্যময় বাঙালি প্রেতাত্মা ‘শাখচুনি’ চরিত্রে দর্শকের সামনে আসতে পারেন। এই চরিত্রকে নির্মাতারা “ক্ষমতাশালী, ভীতিকর এবং কেন্দ্রীয়” হিসেবে বর্ণনা করেছেন।
২০১৮ সালে ‘স্ট্রী’ দিয়ে শুরু হওয়া MHCU তে দীপিকার এই সম্ভাব্য সংযোজন নতুন মাত্রা যোগ করতে পারে। বলিউডে এটি তার জন্য এক সাহসী পরিবর্তন, যেখানে তিনি অতিপ্রাকৃত লোককাহিনীর সঙ্গে কমেডি মিশ্রণ করে অভিনয় করবেন। তাছাড়া, একই প্রযোজনা সংস্থার অধীনে একটি বৃহৎ ফ্যান্টাসি এপিকেও তার জন্য বিবেচনা করা হচ্ছে, যা তাকে একদিকে প্রেতাত্মার ভূমিকায়, অন্যদিকে পৌরাণিক যোদ্ধার চরিত্রে পর্দায় উপস্থিত করবে।
‘ভেদিয়া’, ‘মুঞ্জা’ এবং সাম্প্রতিক ‘স্ট্রী ২’সহ MHCU ভারতের নিজস্ব হরর-কমেডি ইউনিভার্সে পরিণত হয়েছে। দীপিকার সংযোজন নিশ্চিত হলে, এই ফ্র্যাঞ্চাইজির স্বপ্নকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আগামী সময়ে আলিয়া ভাট ‘চামুন্ডা’ এবং অক্ষয় কুমার ‘মহাযুদ্ধ’ চরিত্রে হাজির হতে চলেছেন।
বর্তমানে দীপিকা সম্পূর্ণ স্ক্রিপ্ট দেখে সিদ্ধান্ত নেবেন। তবে ইতিমধ্যে চলচ্চিত্র জগতে এই খবর তোলপাড় সৃষ্টি করেছে। খুব শিগগিরিই দর্শকরা তাকে বড় পর্দায় ভীতিকর এবং ভুলনীয় ‘শাখচুনি’ চরিত্রে দেখতে পাবেন।