রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।
আজ ১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা সোয়া এগারোটার দিকে সায়েন্সল্যাব মোড় ঘিরে অবরোধের কারণে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমণ্ডিমুখী এবং ধানমণ্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল দীর্ঘসময় স্থবির হয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি ধরে রেখেছে। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে এসব প্রতিষ্ঠানের পরিচিতি গড়ে উঠেছে।তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই ঐতিহ্য ক্ষুণ্ণ হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের মতামত না নিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
হঠাৎ সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বাস, প্রাইভেটকার ও রিকশা আটকে থাকায় অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
টিজে/টিকে