নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্য। তিনি অসুস্থ মানে বাংলাদেশ অসুস্থ। তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে এসে রাজনীতি করতে পারেন সেজন্য আজকের এ আয়েজন।
সোমবার (১ ডিসেম্বর) রূপগঞ্জের ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আল্লাহ যাকে রাখেন তাকে সম্মানের সঙ্গে রাখেন। আল্লাহ খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। হাসিনা বলেছিল উনাকে আর এদেশের দরকার নেই। সেই হাসিনা তার নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া কোথাও যাননি।
তিনি আরও বলেন, আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে নির্বাচন দেখবে এবং আবারও তিনি নির্বাচিত হবেন।
আইকে/এসএন