যতকিছুই হোক গতির সঙ্গে কোনো ধরণের আপোষ করা যাবে না। সময়ের সঙ্গে লাইন লেন্থ ঠিক হয়ে যাবে। রংপুর রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো বোলিংয়ের পর পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের কাছ থেকে এমন পারমর্শ পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পেয়ে উচ্ছসিত টাইগার গতি তারকা। বিশ্বকাপ দলে না থাকা নিয়ে তার নেই কোনো আক্ষেপ।
যার খেলা দেখে পেসার হওয়ার স্বপ্ন দেখা, তার সঙ্গে স্বশরীরে সাক্ষাতের সুযোগ পেয়েছেন নাহিদ রানা। তাও আবার দারুণ একদিনে। নাহিদ রানাকে অবশ্য আগে থেকেই জানেন পাকিস্তানি গ্রেট ওয়াকার ইউনিস। বিপিএলে ধারাভাষ্য দেয়ার সুবাদে টাইগার গতি তারকার বোলিংয়ের খুটিনাটি দেখেছেন কাছ থেকে। তাইতো তাকে কাছে পেয়ে দিলেন দিক নির্দেশনা।
টেস্ট ওয়ানডে মিলিয়ে ৭৮৯ উইকেটের মালিক ওয়াকার ইউনিস। তরুণ নাহিদ রানাকে বিভিন্ন বিষয় বুঝাতে গিয়ে টেনে আনলেন, তার অধিনায়ক ইমরান খানের কথা। গতির সঙ্গে কোনো ছাড় নয়, তাহলে দল থেকে হারাতে হবে স্থান। এমন কড়া বার্তাই ইমরান খান দিয়েছিলেন ওয়াকারকে। যার সুফল পেয়েছেন প্লেয়িং ক্যারিয়ারে।
নাহিদ রানা গতির ঝড় তুললেও, মাঝে মধ্যে লেন্থের কারণে হয়ে থাকেন খরুচে। তবে ওয়াকারের উপদেশ, যা কিছুই হোক কমানো যাবে না গতি। সময়ের সঙ্গে ঠিক হয়ে আসবে সবকিছু।
ওয়াকার ইউনিস নাহিদকে বলেছেন, 'কপালে যা লেখা আছে, কেউ সেটা কেড়ে নিতে পারে না। একভাবে না হোক, অন্যভাবে ঠিকই আসবে। তোমার গতি আছে- এটা কখনও কমাবে না। ফিট থাকো, সেটার ওপরই ফোকাস করো। যখন জোরে বল করো, শরীর কেমন লাগছে, ফুসফুস কীভাবে রিঅ্যাক্ট করছে- সেগুলো বোঝো।'
পাকিস্তানি কিংবদন্তির সঙ্গে আলাপে খুশি রংপুর রাইডার্স পেসার। তবে এই আলাপটা আরও লম্বা হলে ভালো লাগতো। তার কাছ থেকে আরও কিছু শেখার ছিল নাহিদ রানার।
বিশ্বকাপ দলে নেই এই গতি তারকা। যা নিয়ে খুব বেশি আক্ষেপ নেই। লক্ষ্য একটাই পারফর্ম করে যেতে চান যেখানে সুযোগ পাবেন।
ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। যে ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখেতে পারায় খুশি নাহিদ।
এমআই/এসএন