দেব আর শুভশ্রী মানেই টলিপাড়ার স্মৃতির এক আলাদা অধ্যায়, উচ্ছ্বাসের এক পরিচিত নাম। দীর্ঘ সময়ের বিরতির পর আবারও পর্দায় ফিরছে সেই আলোচিত জুটি, আর সেই খবরে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে অনুরাগীদের মন। আসন্ন পুজোয় বড়পর্দায় দেখা যাবে তাঁদের নতুন ছবি, আর সেই প্রত্যাবর্তনের আবেশ যেন রবিবাসরীয় সকালেই আরও ঘন হয়ে উঠল শুভশ্রীর ঘোষণায়।
এদিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নায়িকা স্পষ্ট করে জানালেন, এবছর পুজোয় আসছে তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’। তিনি রসিক ভঙ্গিতে বললেন, ‘শু’ ছাড়া ‘দে’ কী করে সম্ভব, ঠিক যেমন ‘দেশু’ ছাড়া কোনও উদযাপন অসম্পূর্ণ। শুধু তাই নয়, এই প্রথমবার একসঙ্গে লাইভে আসবেন দেব ও শুভশ্রী, আর সেখানেই বিনোদুনিয়ার সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। সোমবার সেই লাইভেই বিশেষ ঘোষণা করবেন তাঁরা, এমন ইঙ্গিতও দিয়েছেন শুভশ্রী।
এই ভিডিও প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা তুঙ্গে। দীর্ঘ এক যুগ পর গত আগস্টে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে, তখনই ফের জুটি হয়ে ফেরার আভাস দিয়েছিলেন তাঁরা। সেই মঞ্চে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাস যেন প্রমাণ করে দিয়েছিল, ‘দেশু’ জুটির প্রতি ভালোবাসা আজও অটুট। মাঝে কিছু মান-অভিমান থাকলেও নতুন বছরের শুরুতেই সেই দূরত্ব মুছে গেছে, আর এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অক্টোবরের ১৬ তারিখে ছবির মুক্তির জন্য।
পুজোর আগে সোমবারের লাইভ তাই শুধুই আরেকটি অনুষ্ঠান নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। কী সেই চমক, তা এখনও অজানা, তবে একথা নিশ্চিত যে দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন মানেই টলিপাড়ায় নতুন আলোড়ন।
পিআর/টিকে