আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট। তিনি জামায়াতের নির্বাচন প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে এই সাক্ষাৎ করেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেমস এ. স্টুয়ার্ট এর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।
সাক্ষাৎকালে মার্কিন রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রস্তুতি, রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও জামায়াতের দৃষ্টিভঙ্গি শোনেন।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরেছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছি। ক্ষমতায় গেলে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আমাদের পরিকল্পনা এবং নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির কথা জানিয়েছি। পাশাপাশি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মার্কিন সমর্থন অব্যাহত রাখার বিষয়েও কথা হয়েছে।
সাক্ষাতে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমির ও সিলেট-১ আসনের (মহানগর ও সদর) মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) মনোনীত এমপি প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি, মহানগর সহকারী সেক্রেটারি সাহিম খানম হেপি এবং জেলা সহকারী সেক্রেটারি ডা. আঙ্গুরা বেগম প্রমুখ।
ইএ/এসএন