মেসির আর্মব্যান্ড পড়তে চান এনজো ফার্নান্দেজ!

লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে যতদিন খেলবেন, ততদিন আর্মব্যান্ডটা তার বাহুতেই থাকবে এটা নিশ্চিত। তবে মেসি আর ক’দিনই বা খেলবেন, তারপর তো অধিনায়কের জায়গাটাও ফাঁকা হয়ে যাবে। তখন তার আর্মব্যান্ডটা কার বাহুতে উঠবে, সেটিই হয়তো বড় প্রশ্ন। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির উত্তরসূরি হওয়ার দাবি করেছেন ২০২২ ফিফা বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজ।

২০২৬ ফিফা বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে ছিল বহু প্রশ্ন। তবে, আগামী বছর মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। তারপর হয়তো আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানাবেন। তারপর? মেসি বিদায় নিলে ফাঁকা হবে তার ১০ নম্বর জার্সি, ফাঁকা হবে অধিনায়কের জায়গা। কিন্তু সেই ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, আর্মব্যান্ডটাই বা উঠবে কার বাহুতে!

আলবিসেলেস্তেদের পরবর্তী আইকনিক ১০ নম্বর হতে চাইছেন না চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তবে জাতীয় দলে মেসির উত্তরসূরি হওয়ার দাবি করেছেন বিশ্বকাপজ এই তারকা। তিনি বলেছেন, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব উত্তরাধিকার সূত্রে পাওয়ার সুযোগকে তিনি স্বাগত জানাবেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অংশ হিসেবে থাকবেন তিনি। যদিও ইতোমধ্যে ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন এলএমটেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলকে এখনও বিদায় জানাননি।

আরও একটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এর আগে তার নেতৃত্বে দুটি কোপা আমেরিকার শিরোপা ও ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এখনও পর্যন্ত আকাশি-সাদা জার্সিতে ১৯৬ ম্যাচ খেলে করেছেন ১১৫ টি গোল।

সেই দিনটা আর হয়তো খুব বেশি দূরে নয়, যেদিন মেসি বিদায় জানাবেন ফুটবলকে। আর কত, অনেক তো হলো। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনার এই মহাতারকা। তবে বড় প্রশ্ন হচ্ছে, মেসি যখন থামবেন, তখন কাউকে না কাউকে তো আর্জেন্টিনা দলের হাল ধরতেই হবে। অধিনায়কের দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে।

মাঝে ইংলিশ ক্লাব চেলসির অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এনজো ফার্নান্দেজ। তার বিশ্বাস, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, গিভ মি স্পোর্টসকে এনজো বলেছেন তার স্বপ্নের কথা। ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি আর্জেন্টিনার অধিনায়কত্বের স্বপ্ন দেখি। কিন্তু সেই সিদ্ধান্ত আমার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে কোচিং স্টাফের ওপর।’

‘আমি জানি না কখন এটা হতে পারে। সময়ই সব বলে দেবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। অবশ্যই এটি (আর্জেন্টিনার অধিনায়ক হওয়া) আমার স্বপ্ন। (আর্জেন্টিনা দলের) অধিনায়কের আর্মব্যান্ড পরতে পেরে আমি সম্মানিত বোধ করবো।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন এনজো ফার্নান্দেজ। সেবার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনজো।

এনজো বলেন, ‘বিশ্বকাপ জয় এখন অতীত, এবং আমরা ভবিষ্যতে কী হবে তার উপর মনোযোগ দিচ্ছি। আমরা জানি এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই আমরা দল হিসেবে আমাদের মুকুট রক্ষা করার চেষ্টা করবো। আমরা এটি (বিশ্বকাপ) ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও ঐক্যের অনুপ্রেরণা : গয়েশ্বর Dec 01, 2025
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেছে এনসিপি Dec 01, 2025
img
ঢাকার মালিকানায় শাকিব খান, থাকবেন ম্যাচেও Dec 01, 2025
ব্যর্থ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাদের কাছে তারেক চ্যালেঞ্জ: রুমিন ফারহানা Dec 01, 2025
img
দুঃসংবাদ পেল ভারত Dec 01, 2025
img
শুভ ও ঐশীর অন্তরঙ্গ ভিডিও ভাইরালের মাঝেই নতুন খবর! Dec 01, 2025
img
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড Dec 01, 2025
img
আবারও বাড়ল সোনার দাম Dec 01, 2025
img
মায়ের হাত ধরেই উদিতের সুরের যাত্রা শুরু Dec 01, 2025
img
অপপ্রচারের অভিযোগে ডিবি কার্যালয়ে উপস্থিত ডাকসু নেতারা Dec 01, 2025
img
কোহলি রোহিতে মুগ্ধ ভারতীয় দলের তারকারা Dec 01, 2025
img
বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ, দ্রুত আরোগ্য কামনা Dec 01, 2025
img
বউয়ের ভয়ে অন্য নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে হাত কাঁপে : কপিল শর্মা Dec 01, 2025
img
এক বছর পর সুখবর দিলেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব Dec 01, 2025
img
সামান্থার বিয়ের আংটির দাম কত? Dec 01, 2025
img
আমার ক্যারিয়ার দুর্ঘটনার মতো : শাহিদ কাপুর Dec 01, 2025
img
খালেদা জিয়া আপোষহীন না হলে দেশটা ‘ভারতের দখলে চলে যেতে পারত’: তাহের Dec 01, 2025
img
জীবনে আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবো না: ডা. এজাজ Dec 01, 2025
img
নিরাপত্তা উদ্বেগে বিদেশিরা বাংলাদেশে আসতে আগ্রহী না, দাবি বিকেএমইএ সভাপতির; দ্বিমত উপদেষ্টার Dec 01, 2025
img
ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এনআইডির ৭ সেবা স্থগিত, ৫ পরিবর্তনের সুযোগ Dec 01, 2025