সবশেষ বিপিএলের নিলামে রংপুর রাইডার্সের হয়ে নাম লিখিয়েছেন লিটন দাস। রোববার বিপিএলের নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এমন দাম পেয়ে খুশি লিটন।
বিপিএল নিলামে দল পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে লিটন বলেন, '৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ!' পরে বললেন, 'কোনো জায়গায় দেখলাম ৭০, কোনো জায়গায় ৭৫ আমি তো নিজেই কনফিউজড।'
নিলামে লিটনের দাম নিয়ে দ্বিধা থাকলেও কম মূল্য নিয়ে আক্ষেপ বা হতাশা নেই। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সবই ছেড়ে দিয়েছেন নিয়তির উপর। লিটন বলছিলেন, 'নিলাম ভালো। যদিও আমি দেখিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম, জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে জিমটা গুরুত্বপূর্ণ। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগ হয়, দেখব।'
'কিন্তু দেখুন, সেটা আমার নিয়ন্ত্রণে নেই (বিপিএলের নিলাম)। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি। যদি কখনও তিনি চান যে আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে যে ৭০ লাখ যথেষ্ট।'
এসএস/এসএন