বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৩ জানুয়ারি।
সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই তিন ভেন্যুতে হবে বিপিএলের এবারের আসরের ৩৪টি ম্যাচ। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে ফিরবে ঢাকায়।
সূচি অনুসারে, ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। আর ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এই ম্যাচগুলো মিরপুর স্টেডিয়ামে হবে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল। দলগুলো হলো-ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
এসএস/এসএন