চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফারলান্ড মেন্ডির। সুস্থ হয়ে মাঠে ফেরার সাত দিনের মধ্যে আবার বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।মাদ্রিদের ক্লাবটি মঙ্গলবার মেন্ডির হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানিয়েছে। ফরাসি এই লেফট-ব্যাকের সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, মেন্ডির সুস্থ হয়ে মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। ফলে এই বছরে তার আর কোনো ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
মৌসুমের শুরুতে ঊরূর চোটে দুই মাসের বেশি সময় দলের বাইরে ছিলেন মেন্ডি। সুস্থ হয়ে অক্টোবরে অনুশীলনে ফেরেন তিনি। ম্যাচের স্কোয়াডে জায়গা পান, কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলেন না ৩০ বছর বয়সী ফুটবলার।
দীর্ঘ অপেক্ষা শেষে গত বুধবার অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে শুরুর একাদশে নেমে পুরোটা সময় খেলেন মেন্ডি। ম্যাচটি ৪-৩ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ, সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচে এটাই তাদের একমাত্র জয়।
সবশেষ গত রোববার লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ ড্র ম্যাচের পুরোটা সময় আবার বেঞ্চে কেটে যায় মেন্ডির। এরপরই এলো তার এই চোটের খবর।চলতি মৌসুমে ওই একটি ম্যাচই খেলেছেন তিনি।
জিরোনা ম্যাচে আন্টোনিও রুডিগার ও এদের মিলিতাও মাঠে ফেরায় রক্ষণ নিয়ে দুর্ভাবনা অনেকটা কেটে যায় রিয়ালের। কিন্তু সেখানে আবার শূন্যতা তৈরি হলো। তরুণ ডিফেন্ডার ডিন হাউসেনকেও বিলবাওয়ের বিপক্ষে পাবেন না কোচ শাবি আলোন্সো।
লা লিগায় টানা তিন ড্রয়ের হতাশা নিয়েই বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে নেমে গেছে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।