দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজের মাঝে ঘরোয়া ক্রিকেটে খেলবেন ভিরাট কোহলি। আসন্ন ভিজায় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে মাঠে নামবেন ভারতের ব্যাটিং গ্রেট। সবশেষ তাকে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতায় দেখা গেছে দেড় দশকের বেশি সময় আগে।
ভারতের হয়ে এখন শুধু ওয়ানডেতে খেলেন কোহলি। তাই পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। যেহেতু বিসিসিআইয়ের (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা আছে, তাই আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হতে যাওয়া ভিজায় হাজারে ট্রফিতে দিল্লির প্রতিনিধিত্ব করবেন তিনি।
এই আসরে কোহলির খেলার কথা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শার্মা। “তিনি অবশ্যই কয়েকটি ম্যাচ খেলবেন, তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কি-না, নিশ্চিত নই।”
রাঁচিতে গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১৩৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি, যা এই সংস্করণে তার ৫২তম সেঞ্চুরি।
এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে বুধ ও শনিবার। ভিজায় হাজারে ট্রফি শুরুর আগে তাই কোহলির হাতে যথেষ্ট সময় থাকবে। তবে আসরের প্রাথমিক পর্বে দিল্লির সাত ম্যাচেই তিনি খেলবেন কি-না, তা এখনও স্পষ্ট নয়। ম্যাচগুলো হবে ৮ জানুয়ারি পর্যন্ত। দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি।
এই ধাপে দিল্লি পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরুর উপকণ্ঠ আলুরে। বাকি দুটি ম্যাচ তারা খেলবে কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে। কোহলি সবশেষ দিল্লির হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলেছেন ২০১৩ সালের সেপ্টেম্বরে, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। সেখানে অন্য দুটি দল ছিল ভারত নীল ও ভারত লাল দল।
আর সবশেষ ভিজায় হাজারে ট্রফিতে খেলেছেন তিনি ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি। সার্ভিসেসের বিপক্ষে ওই ম্যাচে ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংস খেলে দিল্লির জয়ের নায়ক মিঠুন মানহাস এখন বিসিসিআইয়ের সভাপতি। ওই দুটি টুর্নামেন্টেই দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি।
প্রায় ১৬ বছর পর আবার ভিজায় হাজারে ট্রফিতে দেখা যাবে তাকে। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ৬৮.২৫ গড় ও ১০৬.০৮ স্ট্রাইক রেটে তার রান ৮১৯। তিনটি ফিফটির পাশে সেঞ্চুরি আছে চারটি।
এই বছরের শুরুতে তিনি দিল্লির হয়ে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফিতে ফেরেন ১২ বছর পর।
এমআর